সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ বিক্ষোভ চলাকালে পুলিশ এ পদক্ষেপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার সামনে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। এতে কয়েকজন প্রার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্ট।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আন্দোলনে নামেন প্রার্থীরা। তারা দ্রুত নিয়োগপত্র কার্যকর করার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলছেন, আমরা যোগ্যতা অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমাদের এই অন্যায়ভাবে বাতিলের সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয়।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করায় যান চলাচল ব্যাহত হচ্ছিল, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেকে/এএম