বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এই মন্তব্য করেন। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়।
বরকত উল্লাহ বুলু অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০ হাজারের বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করায় তার বিরুদ্ধে আলাদাভাবে বিচার হওয়া উচিত।
তিনি আরো বলেন, ভারতে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, তার জন্য ভারতীয় সরকারকেও জবাবদিহি করতে হবে। কীভাবে একজন নেতা অন্য দেশে বসে এমন বক্তব্য রাখতে পারেন, এটি প্রশ্নবিদ্ধ।
বুলু সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা নৈরাজ্যের সঙ্গে জড়িত, তাদের থামাতে হবে। নইলে দেশের জন্য এটি অশনি সংকেত হয়ে দাঁড়াবে।
সম্মেলনে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরীর সভাপতিত্বে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শামসুল হক, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ বক্তব্য দেন।
কেকে/এএম