শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা নাকুগাঁও এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৫ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে নাকুগাঁও স্থলবন্দরের পশ্চিমের মাঠ থেকে ৩৯ ব্যাটালিয়নের হাতিপাগার ক্যাম্পের বিজিবি সদস্যরা ওইসব জিরা জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, নাকুগাঁও গ্রামের পাহাড়ি এলাকা দিয়ে চোরাই পথে ভারতীয় জিরা পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নাকুগাঁও মাঠে ১৯৫ বস্তা ভারতীয় জিরা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিরার বস্তাগুলো জব্দ করে হাতিপাগার ক্যাম্পে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সানভীর হাসান মজুমদার জানান, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।
কেকে/ এমএস