শরিয়তপুরের জাজিরায় শারীরিক নির্যাতনের অভিযোগে ১৬ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর মা চাঁদনী আক্তার ও তার সৎ বাবা খোরশেদ মিয়াকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে শরিয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের মিরাশার গ্রাম থেকে পুলিশ ১৬ মাস বয়সী আরিফার মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে শারীরিকভাবে নির্যাতন করার পর তাকে চিকিৎসা দেওয়া হয়নি, ফলে শিশুটি অসুস্থ হয়ে মারা যায়।
জানা গেছে, শিশুটির মা চাঁদনী আক্তার (২০) ঢাকার কেরানীগঞ্জ এলাকায় থাকতেন তার স্বামী আল-আমীনের সঙ্গে। তাদের সংসারে একটি কন্যাসন্তান জন্ম নেওয়ার পর চাঁদনী আল-আমীনের সঙ্গে ছয় মাস আগে তালাক নেন এবং পরে খোরশেদ মিয়াকে বিয়ে করেন। দুই মাস আগে তারা মিরাশার গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন এবং স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, খোরশেদ ও চাঁদনী শিশু আরিফাকে প্রায়শই শারীরিক নির্যাতন করতেন। গত ৫ ফেব্রুয়ারি আরিফাকে মারধর করা হয়, যা তাকে অসুস্থ করে তোলে। তবে শিশুটিকে চিকিৎসা না দেওয়ার কারণে ৬ ফেব্রুয়ারি রাতে সে মারা যায়।
এ ঘটনার পর স্থানীয়রা রাত ১১টার দিকে পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরিয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানিয়েছেন, পুলিশ স্থানীয়দের মাধ্যমে শারীরিক নির্যাতনের অভিযোগ পেয়েছে। মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে এবং ওই শিশুর মা ও সৎ বাবাকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় শিশুটির বাবাকে আইনগত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন, এবং তাদের বক্তব্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম