নানা আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে এসএসসি-১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী ও রজত জয়ন্তী উদযাপিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জেলার উবাই পার্কে রজতজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। ৯৮ ব্যাচের হাজারো শিক্ষার্থী মিলনমেলায় অংশ নিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানে যোগ দেয়।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আসা লাভলী জানান, বন্ধুদের নিয়ে বহুদিন পর একসাথে আনন্দ উপভোগ করছি। আবার সেই স্কুল জীবনের স্মৃতি ফিরে পেয়েছি।
ডা. রুমকি জানান, ব্যক্তিগত জীবনে শত ব্যস্ততা থাকার পরেও ২৫ বছর পর সব বন্ধুবান্ধব এক হতে পেরেছি অনেক আনন্দ লাগছে।
দুবাই থেকে অনুষ্ঠানে আসা সোহেল তালুকদার বলেন, সব বন্ধুবান্ধব চাইলেই এক হতে পারি না বহুদিন পর এমন আয়োজন আমাদের পুরোনো স্কুল জীবনে নিয়ে গেছে। সবার সাথে দেখা আড্ডার মাধ্যমে সুন্দর সময় উপভোগ করছি।
আয়োজকের দায়িত্বে থাকা ফয়জুল ইসলাম পিংকু জানান, সবাই একসাথে হওয়ার সুযোগ হয় না এজন্য ৯৮ ব্যাচের রজতজয়ন্তী উপলক্ষে সকল বন্ধুবান্ধবদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। হাজারো শিক্ষার্থী তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করে।
দিনভর নানান খেলাধুলা, আড্ডা শেষে সন্ধ্যায় কণ্ঠশিল্পী কণা ও কৌতুক অভিনেতা আবু হেনা রনির মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রজত জয়ন্তী উদযাপন শেষ হয়।
কেকে/এএম