জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নাছর ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্বোধন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় নাসরীন, ছাত্তার ও রওশন আরা (নাছর) ইসলামিক রিসার্চ সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
নাছর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা এ.এস.এম আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, জেলা বিএনপির উপদেষ্টা জিল্লুর রহমান তরফদার, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাসাসের সভাপতি রেজভী আল জামালী রঞ্জু। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
কেকে/এজে