রাউজানের পশ্চিম গুজরার বদুমুন্সিপাড়ায় জমকালো আয়োজনের মাধ্যমে বদুমুন্সিপাড়া সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক মরহুম আলহাজ্ব কবির আহম্মদ স্মৃতি ৫ম তম রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাউজানের পশ্চিম গুজরার বদুমুন্সিপাড়ায় সমাজ সেবক মরহুম আলহাজ্ব কবির আহম্মদ স্মৃতি ৫ম তম রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ জাফর আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আহমদ ছফা এবং উদ্বোধন করেন রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক নাছির উদ্দিন রকি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম, হাজী রফিক মিয়া, হাজী নুরুল আলম, মোহাম্মদ ইলিয়াছ, ক্রীড়া সংগঠক জিন্নাত আলী, মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুন নবী, শেখ জাহেদ, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ ফয়সাল, জিয়া উদ্দিন বাবলু, আজগর আলী পিন্টু, হাবিবুর রহমান জনি, সাজ্জাদ হোসেন, ইকবাল বাবু, জমির হোসেন, আবদুল হামিদ, মহিন হাসান, ফাহিম, সোহাগ, ইফতি, ইউনুচ এবং সাইফুল আলম।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নোয়াপাড়া ছামিদর কোয়াং ফুটবল একাদশ এবং উত্তর মোহরা স্পোর্টিং ক্লাব।
এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন করে। মাদক, মোবাইল আসক্তি ও অনৈতিক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণরা যদি খেলাধুলার মাধ্যমে নিজেদের পরিবর্তন করতে পারে, তবে তারা দেশ ও পৃথিবী বদলে দিতে সক্ষম হবে।
কেকে/এএম