বিপিএল ইতিহাসে রেকর্ডগড়া উদ্বোধনী জুটি গড়েছেন পারভেজ হোসেন ইমন ও খাজা নাফি। দুজনের ফিফটিতে ভর করে চিটাগাং ফরচুন বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে প্রথমবার ফাইনালে উঠলেও হতাশা নিয়ে ফিরেছিল চিটাগাং কিংস। এবারের আসর দিয়ে তারা টুর্নামেন্টটিতে প্রত্যাবর্তন করেছে। মাঝে ছন্দপতন হলেও দ্বিতীয়বার ফাইনালে উঠে দারুণ ব্যাটিং উপহার দিয়েছে চিটাগাং।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টানা ম্যাচ হওয়ায় ফাইনালের পিচ কেমন থাকে সেই আলোচনা উঠেছিল। শঙ্কা উড়িয়ে আজ (শুক্রবার) টুর্নামেন্টের মহারণী ম্যাচে স্পোর্টিং উইকেটরই দেখা মিলেছে। যেখানে ব্যাট হাতে চিটাগাংকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার।
বিপিএল ফাইনালের ইতিহাসে প্রথমবার কোনো উদ্বোধনী জুটিতে তারা দলীয় সেঞ্চুরি এনে দেন। যদিও তাদের চূড়ান্ত পুঁজিটা আরো বড় হতে পারত। শেষদিকে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে চিটাগাং থেমেছে বিপিএল ফাইনালের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ১৯৪ রানে।