৫০ হাজার টাকা দাবি করে প্রায় ১২ ঘন্টা আটকিয়ে নির্যাতন করার ঘটনায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অস্ত্র ও মাদকসহ যুবদলের দুই নেতাকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার(৭ ফেব্রুয়ারি) বিকেলে তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক।
এর আগে বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভোটমারী বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানিক দল।
আটককৃতরা হলেন, উপজেলার ভোটমারী বাজারের ভুট্টা ব্যবসায়ী জেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক আহসান শহীদ সোহরাওয়ার্দি, অপরজন একই এলাকার যুবদল কর্মী গোলাম রব্বানী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুট্টার ব্যবসার আড়ালে নিজের ব্যাবসা চেম্বরকে টর্চার সেল হিসেবে গড়ে তুলেন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা আহসান শহীদ সোহরাওয়ার্দি। গত ৩০ জানুয়ারি হামিদুর রহমান টিটু নামে এক কৃষককে তুলে নিয়ে যায়। পরে ফজলার রহমান বালিকা বিদ্যালয়ের পাশে তার গদি ঘরে প্রায় ১২ ঘন্টা আটক করে রাখে। পরে ৫০ হাজার টাকা দাবি করেন আহসান শহীদ সোহরাওয়ার্দি। ওই টাকা না দেয়াতে হাঁটুর নিচে লোহার রড দিয়ে প্রায় ১২ ঘন্টা নির্যাতন চালায়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করান। পরেরদিন সকালে আহত অবস্থায় তিনি বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা আরো জানান, বিগত বিএনপি জামায়াত জোট সরকার আমলে ভোটমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। পরবর্তিতে গোপনে জেলা যুবদলের পদও বাগিয়ে নেন শহীদ। এরই মাঝে আওয়ামীলীগের আমলে আওয়ামী লীগে যোগদান করেন তিনি। আওয়ামী লীগের আমলে নিজেকে সাবেক সমাজকল্যান মন্ত্রীর লোক পরিচয় দিয়ে দাপিয়ে বেড়ান। আওয়ামী লীগের পতনের পরে নিজেকে পুনরায় যুবদলের জেলা কমিটির সাবেক নেতা পরিচয় দিয়ে রাজত্ব শুরু করেন শহীদ। স্থানীয়দের এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভোটমারী এলাকায় শহীদের ব্যবসায়ীক চেম্বারে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনীর একটি অভিযানিক দল। এ সময় ওই চেম্বর থেকে রাম দা, চাইনিচ কুড়ালসহ বেশ কিছু ধারালো দেশী অস্ত্র ও কয়েকটি মদের বোতল উদ্ধার করে। এ সময় শহীদ সোহরাওয়ার্দি ও তার সহযোগী যুবদল কর্মী রব্বানীকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এছাড়াও হামিদুর রহমান টিটুকে অপহণের করার অপরাধে একটি মামলা রয়েছে বলেও জানাগেছে।
কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর বলেন, শহীদ এক সময় ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে আওয়ামীলীগে যোগদান করায় আমরা আর তাকে সদস্য পদেও রাখিনি। তাকে যৌথবাহিনী আটক করেছে বলেও শুনেছি।
সদ্য বিলুপ্ত জেলা যুবদলের সম্পাদক হাসান আলী বলেন, শহীদ জেলা কমিটিতে সম্পাদকিয় পদে ছিলেন। পরবর্তিতে নানান অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছিল। বর্তমানে যুবদলে তার কোন পদ পদবি নেই।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক বলেন, যৌথ বাহিনীর অভিযানে শহীদ সোহরাওয়ার্দি ও রব্বানী নামে দু'জনকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেকে/ এমএস