ভোলার লালমোহনে বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন আয়োজিত এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন- পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, উপজেলা বিএনপির যুবদল নেতা বাবুল পাটোয়ারী, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীরব হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ফরহাদ রেজা, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ইকবালসহ অঙ্গ সংগঠনের নেতারা।
সভায় বিএনপি তথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদকে সমর্থন ও তার দিক নির্দেশনা এবং দলীয় কর্মকন্ড নিয়ে আলোচনা করা হয়।
কেকে/এজে