নাটোরে একটি চামড়ার আড়ত আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শহরের বনবেল ঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ কুতুবী জানান, রাত ১২টার দিকে মাসুদ রানা নামে একজনের চামড়ার আড়তে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা।
পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই আড়তে থাকা লবন ও চামড়া পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়ায় যায়নি।
তদন্ত করে আগুন লাগার কারণ জানা যাবে। তবে ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকাণ্ডে আড়তে থাকা ভেড়ার চামড়া ও লবণ নষ্ট হয়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কেকে/এআর