উরস মাহফিল থেকে ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ আহসানমারা সেতু এলাকায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো তিন যাত্রী।
নিহতরা হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুলভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর(৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেন এর ছেলে জমির হোসন(৩৩)।
নিহতদের পরিবার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট বিশ্বনাথ এলাকার ইশবপুর সাহেববাড়ী উরস মাফহিল থেকে সিএনজি যোগাযোগ বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। সিলেট- সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ আহসান মারা সেতু এলাকায় পৌঁছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস(ঢাকা-ব ১১৮৬৬২) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির চালকসহ ৪ যাত্রীর গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে আলীনূর ও জমির হোসেন নামের দুই যুবক মৃত্যুবরণ করেন। গুরুতর আহত তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল রেফার করেন কর্তব্যরত ডাক্তার। আহতরা হলেন একই গ্রামের আলী আকবর(৩০) আমীর আলী(৪০) ও জনি আহমদ (২২)।
এদিকে দুর্ঘটনার শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। নিহতদের দেখতে হাসপাতালে ভীর জমিয়েন স্বজনরা।
নিহত জমিন হোসেন এর ভাই তারিফ আলী বলেন, আমার ভাইসহ এলাকার ৫ জন সিলেট বিশ্বনাথের ইসবপুর সাহেববাড়ি উরস থেকে বাড়ি ফিরছিলেন। আহসানমারা এলাকায় বেপরোয়া বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে সবাই আহত হয়। হাসপাতালে আসার পর আমার ভাই আর আরেক প্রতিবেশী মারা গেছেন। আমরা ঘাতক বাস চালকের শাস্তি চাই।
দুর্ঘটনা পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুর রশীদ সরকার
কেকে/এআর