গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের আব্দুল্লার পাড়া গ্রামে উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের কল্যাণমূলক সংগঠনের উদ্যোগে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ফিতা কেটে উত্তরবঙ্গ সেনা পল্লী গার্মেন্টস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের কল্যাণমূলক সংগঠনের সভাপতি আহসান হাবিব সুজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি কাফি সরকার, সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ আরো অনেকে।
উল্লেখ্য, অজো পাড়া গায়ে গার্মেন্টস হওয়ায় কর্মসংস্থান সৃষ্টির ফলে হতদরিদ্র বেকার যুবক-যুবতীদের কাজের সুযোগ পেয়ে আনন্দিত তারা।
কেকে/ এএস