মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গণঅধিকার পরিষদ টঙ্গীবাড়ী উপজেলা শাখার উদ্যোগে গণঅধিকার পরিষদের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার আব্দুল্লাহপুর চৌরাস্তায় গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মনসুর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার দিদার আলম, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউসার শেখ।
গণঅধিকার পরিষদ টঙ্গীবাড়ী উপজেলার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. অনিক হোসেন, সহসভাপতি মো. সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর হাসান, গজারিয়া উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. আবু তাহের বেপারী, মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সহসাংগঠনিক সম্পাদক সানজিদ মাহমুদ প্রমুখ।
কেকে/এএস