শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প      মুসলিম উম্মাহ’র শান্তি কামনার মধ্য দিয়ে চরমোনাই মাহফিল সমাপ্ত      সুনামগঞ্জে দুই গ্রুপের আধিপত্য, ১৪৪ ধারা জারি       
খেলাধুলা
বিপিএল সেরা হলেন যারা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৭ এএম  (ভিজিটর : ১১৪)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। সাতটি দলের ৪০ দিনব্যাপী এই প্রতিযোগিতায় চূড়ান্ত সাফল্য পেয়েছে ফরচুন বরিশাল। চিটাগাং কিংসের বিপক্ষে তারা বিপিএল ফাইনালের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ১৯৬ রানের লক্ষ্য পেরিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এ তো গেল দলীয় সাফল্য, টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ব্যক্তিগতভাবেও পুরস্কৃত হয়েছেন ৬ ক্রিকেটার।

মেহেদী হাসান মিরাজ : ব্যাট-বল দুই বিভাগেই সমান পারফর্ম করায় মেহেদী হাসান মিরাজের হাতেই উঠেছে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার। খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে না পারলেও ব্যক্তিগতভাবে কীর্তি গড়েছেন তিনি। সদ্য সমাপ্ত বিপিএলে ব্যাট হাতে ১৪ ইনিংসে ৩৫৫ রান ও বোলিংয়ে শিকার করেছেন ১৩ উইকেট। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে মিরাজ ১০ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছেন।

মোহাম্মদ নাইম শেখ : মিরাজের মতোই তার দল খুলনার আরেক ক্রিকেটার বিপিএল জুড়ে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কারটি উঠেছে মোহাম্মদ নাইম শেখের হাতে। এবারের বিপিএলে একটি সেঞ্চুরি ও তিন ফিফটিতে তিনি ৫১১ রান করেছিলেন। ফাইনালের আগেই তার সর্বোচ্চ রান সংগ্রহের জায়গাটি মোটামুটি পাকাপোক্ত ছিল। সেরা ব্যাটার হয়ে নাইমের হাতে উঠেছে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।

তাসকিন আহমেদ : ফাইনালে নাইমের রান আর কেউ ছুঁতে পারার সম্ভাবনা না থাকলেও, সুযোগ ছিল সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার। যদিও সেই কীর্তি গড়তে চিটাগাং কিংসের খালেদ আহমেদকে ৫ উইকেট নিতে হতো, যা ফাইনালের মতো বড় মঞ্চে অনেক কঠিনই। এদিন এই ডানহাতি বোলার কোনো উইকেট পাননি। ফলে ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর এই পেসার পেলেন ৫ লাখ টাকা।

মুশফিকুর রহিম : চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কারটি জিতেছেন মুশফিকুর রহিম। যদিও মাঝে আঙুলে চোট থাকায় একাধিক ম্যাচে উইকেটকিপিংয়ে ছিলেন না তিনি। তবুও আসরজুড়ে উইকেটের পেছনে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে মুশি সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন। পেয়েছেন ৩ লাখ টাকা।

তানজিদ হাসান তামিম : নাম ও মালিকানা বদলে এবারের আসরে অংশ নিলেও খুব একটা বলার মতো পারফর্ম করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। তবে ব্যাট হাতে ব্যক্তিগতভাবে ঠিকই সফল ছিলেন দলটির ওপেনার তানজিদ হাসান তামিম। ১২ ইনিংসে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করেছেন। ফলে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটি উঠেছে তার হাতে। এই কীর্তি গড়ে তানজিদ তামিম ৩ লাখ টাকা অর্থপুরস্কার পেয়েছেন। 

এদিকে, বরিশালকে চ্যাম্পিয়ন করার পথে বড় লক্ষ্য তাড়ায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। ২৯ বলে ৯ চার এবং ১ ছক্কায় করলেন ৫৪ রান। ঝোড়ো ব্যাটিংয়ে তিনি দলকে এমন এক অবস্থানে রেখে আউট হয়েছেন, যেখান থেকে বরিশালকে চ্যালেঞ্জ জানাতে বেশ বেগ পেতে হতো চিটাগাং কিংসকে। ফলে ম্যান অব দ্য ফাইনালের ক্রেস্ট উঠেছে তামিমের হাতে, একইসঙ্গে তিনি ৫ লাখ টাকাও পেয়েছেন।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  বিপিএল   মেহেদী হাসান মিরাজ   মোহাম্মদ নাইম শেখ   তাসকিন আহমেদ   মুশফিকুর রহিম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাপাসিয়ায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
পাষাণ পিতা নির্মমভাবে হত্যা করল শিশুপুত্রকে!
হাতীবান্ধায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
দশমিনায় সমলয় পদ্ধতিতে বোরো চাষ বাড়ছে

সর্বাধিক পঠিত

ভূঞাপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
গঙ্গাচড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মিস্টার গ্রেফতার
৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
ধামরাইয়ে স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে হত্যা
তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝