ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ পুলিশ লাইনের সামনে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এনসি নাসির (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফ্রেবুয়ারি ) রাত ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জ পুলিশ লাইনের বিপরীত পাশের ডক্টরস ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটেছে । নিহতের বাড়ি দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এবং সে মুজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জাগির এলাকার দিকে যাচ্ছিল এবং দ্রুতগামী ট্রাকটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে অতিরিক্ত গতি নিয়ে যাচ্ছিল।
এ সময় আরও জানা যায়, পুলিশ লাইনের সামনের রাস্তায় সেনাবাহিনীর মোটরযানের ওপর অভিযান চলছিল। হয়তো সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে অতিরিক্ত গতি নিয়ে ট্রাক চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটায় ট্রাকচালক।
নিহত নাসির, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নিউ হাইকেয়ার মেডিকেল সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এবং তার ২ বছরের একটি ছেলে রয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
এ সময় প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় জনতা ট্রাক এবং ট্রাকচালক আটক করেছে।
নিহত নাসির মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
কেকে/এএস