লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থিত শেখ মুজিবের দুটি ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বুলডোজারসহ মিছিল নিয়ে কালীগঞ্জ কে ইউপি উচ্চ বিদ্যালয়ের মাঠে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে প্রাঙ্গণে গিয়ে ম্যুরাল ভাঙার সূচনা করেন।
জানা গেছে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তুষভান্ডার স্কুল মাঠে জড়ো হোন। পরে তারা মিছিল নিয়ে প্রায় আড়াই কিলোমিটার হেটে কালীগঞ্জে স্কুল মাঠে যান।
সেখান থেকে বুলডোজার নিয়ে সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের মুজিববাদের আস্তানা, গুঁড়িয়ে দাও, গুঁড়িয়ে দাও, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এরকম স্লোগান দিতে দেখা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক আলমঙ্গীর হোসেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বহন করে এমন কিছু রাখা হবে না।
কেকে/এএস