সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন জার্মানি ফুটবলার ওজিল      কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা      দেউলিয়া হওয়ার পথে ৫০ শতাংশ ভারতীয়        নিজেকে কারাগারে পাঠানোর আর্জি, জামায়াত আমিরের      ১৬ বছর পর আবারও সম্প্রচারে আসছে চ্যানেল ওয়ান      পদত্যাগ করতে রাজি জেলেনস্কি      বড় রদবদলেও গতি নেই প্রশাসনে      
গ্রামবাংলা
নরসিংদীতে বাইপাস সড়ক নির্মাণ বন্ধের দাবিতে আল্টিমেটাম
আশিকুর রহমান পিয়াল, নরসিংদী
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৬ পিএম  (ভিজিটর : ৭০)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঐতিহ্যবাহী নরসিংদীর মাধবদী ও দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর (বাবুরহাট) বাজারকে ধ্বংস থেকে রক্ষা করার জন্য শিমুলতলা থেকে পাঁচদোনা বাইপাস সড়ক নির্মাণের চলমান কাজ বন্ধের দাবিতে মাধবদীতে সমাবেশ করেছে মাধবদী-বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে মাধবদীর রাইনওকে মার্কেটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন বাইপাস সড়ক নির্মাণ কাজ বন্ধ না হলে অনিদৃষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে ঢাকা-সিলেট মহাসড়ক। বক্তারা কাজ বন্ধের দাবিতে চার দিনের আল্টিমেটাম দেন। এতে স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেয়।

নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও সিআইপি মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি ও মাধবদী-বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু সালেহ চৌধুরী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধবদী শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, মাধবদী-বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন আনুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে ফসলি জমির ওপর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়। এতে একদিকে মাধবদী এবং বাবুরহাটের যে ঐতিহ্য সেটি ধ্বংসের পাঁয়তারা চলছে, অন্যদিকে সরকারের তিনগুণ বেশি টাকা খরচ করা হচ্ছে।

এই মাধবদী এবং বাবুরহাটকে ঘিরে অনেক শিল্পকারখানা ও অর্ধশত ব্যাংকের শাখা রয়েছে। প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান এই এলাকায়। এ ছাড়া দুটি বাজারে প্রতি সপ্তাহে ৫ হাজার কোটি টাকা লেনদেন হয়। মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে সড়ক নির্মাণ হলে বিপুল পরিমাণ মানুষ কর্ম হারাবে, ব্যবসায়ীক লেনদেন কমে যাবে।

তাই এই শিল্পকে বাঁচাতে নতুন বাইপাস সড়কের কাজ বন্ধ করে পুরাতন মহাসড়ক প্রশস্ত করার জোর দাবি জানান তারা।
সমাবেশ থেকে জানানো হয় আগামী চার দিনের মধ্যে দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে ঢাকা-সিলেট মহাসড়ক পুরোপুরি বন্ধসহ লাগাতার কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সমাবেশ সফল করতে বিএনপির প্রস্তুতি সভা
তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন জার্মানি ফুটবলার ওজিল
কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা
বই মানুষের মনের ক্ষুধা মেটায়
দেউলিয়া হওয়ার পথে ৫০ শতাংশ ভারতীয়

সর্বাধিক পঠিত

পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব
সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাবিপ্রবির ক্রিকেট ফাইনাল বন্ধ
শ্রীমঙ্গলে সাতপীরের ভুয়া মাজার নিয়ে প্রতারণার অভিযোগ
শ্রীমঙ্গলে লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝