ঐতিহ্যবাহী নরসিংদীর মাধবদী ও দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর (বাবুরহাট) বাজারকে ধ্বংস থেকে রক্ষা করার জন্য শিমুলতলা থেকে পাঁচদোনা বাইপাস সড়ক নির্মাণের চলমান কাজ বন্ধের দাবিতে মাধবদীতে সমাবেশ করেছে মাধবদী-বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে মাধবদীর রাইনওকে মার্কেটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন বাইপাস সড়ক নির্মাণ কাজ বন্ধ না হলে অনিদৃষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে ঢাকা-সিলেট মহাসড়ক। বক্তারা কাজ বন্ধের দাবিতে চার দিনের আল্টিমেটাম দেন। এতে স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেয়।
নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও সিআইপি মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি ও মাধবদী-বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু সালেহ চৌধুরী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধবদী শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, মাধবদী-বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন আনুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে ফসলি জমির ওপর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়। এতে একদিকে মাধবদী এবং বাবুরহাটের যে ঐতিহ্য সেটি ধ্বংসের পাঁয়তারা চলছে, অন্যদিকে সরকারের তিনগুণ বেশি টাকা খরচ করা হচ্ছে।
এই মাধবদী এবং বাবুরহাটকে ঘিরে অনেক শিল্পকারখানা ও অর্ধশত ব্যাংকের শাখা রয়েছে। প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান এই এলাকায়। এ ছাড়া দুটি বাজারে প্রতি সপ্তাহে ৫ হাজার কোটি টাকা লেনদেন হয়। মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে সড়ক নির্মাণ হলে বিপুল পরিমাণ মানুষ কর্ম হারাবে, ব্যবসায়ীক লেনদেন কমে যাবে।
তাই এই শিল্পকে বাঁচাতে নতুন বাইপাস সড়কের কাজ বন্ধ করে পুরাতন মহাসড়ক প্রশস্ত করার জোর দাবি জানান তারা।
সমাবেশ থেকে জানানো হয় আগামী চার দিনের মধ্যে দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে ঢাকা-সিলেট মহাসড়ক পুরোপুরি বন্ধসহ লাগাতার কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কেকে/এএস