মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর শহরের তরমুগুরিয়া বালুরঘাটে থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বালুরঘাট নদীতে ভেসে উঠে।
উল্লখ্য, বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে মাদারীপুর পৌর শহরের তরমুগরিয়া এলাকার হাইক্কারমার বালুর ঘাটে ভাই-বোন কুমার নদিতে গোসলে নেমে দুই জন নিখোঁজ হয়। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীরা তল্লাসী চালালেও তারা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।
নিহতরা হলেন মাদারীপুর পৌর শহরের তরমুগরিয়া এলাকার ভাড়াটিয়া লিটন মোল্লার ছেলে মিনহাজ হোসেন (৭) ও বোন উম্মে কুলসুম (১২)। এদের পৈত্রিকবাড়ী কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায়। তবে এরা দীর্ঘ দিন ধরে মাদারীপুর পৌর শহরে ভাড়া থাকেন।
কেকে/এআর