‘অবৈধ মাটিকাটা বন্ধ করো, তিন ফসলি জমি বাঁচাও’ এ স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিঙ্গাইরে ইটভাটা বন্ধ ও কৃষিজমির মাটিকাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালের দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চক চালিতাপাড়া এলাকার আব্বাস মার্কেট মোড়ে এ মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তরিকুর রহমান আলাল, জামির্ত্তা ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. আবু সায়েম, চক চালিতা পাড়া এলাকার মো. জানু খা, হামলায় ভুক্তভোগী মো. শাহজাহান, মো. আব্বাস আলী প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকারের দোসরদের যোগসাজশে মাধবপুর, বার্তা, রিফায়েতপুর ও চালিতাপাড়া চকে তিন ফসলি জমির ওপর ইটভাটা গড়ে তুলে চাষাবাদযোগ্য জমি ধ্বংস করেছে। গড়ে উঠেছে মাটি কাটার সিন্ডিকেট। চাষাবাদযোগ্য জমি থেকে মাটিকাটার ফলে কমে গেছে ফসল উৎপাদন।
বক্তারা আরো বলেন, জমির মালিকরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলে তারা বাড়িতে এসে হামলা চালায়। স্থানীয় মামুন মেম্বারসহ তার সহযোগীরা গত বৃহস্পতিবার গভীর রাতে মাটি কাটার চক্রটি চালিতাপাড়া গ্রামের শাহজাহান ও জানুর বাড়িতে হামলা করে ভাঙচুর চালায় বলে তারা জানান।
কেকে/এএস