বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ এবং পশুপালন অনুষদের আওতাধীন ৩টি অঞ্চলে মোট ২২টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকৃবিতে ১ হাজার ২৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসনের ব্যবস্থা থাকলেও পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ দশমিক ৪২ শতাংশ । বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন।
ভর্তি পরীক্ষা চলাকালীন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ, প্রক্টোরিয়াল বডির সদস্যসহ প্রশাসনের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা।
অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন জানান, ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়েছে।
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। তারা সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করে যেন নিজেদের ভর্তি নিশ্চিত করতে পারে, সেই প্রত্যাশা করছি।
কেকে/এএম