মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৮ ফেব্রুয়ারি ) দুপুরে শিবচর পৌর এলাকার সপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তারের সভাপতিত্বে ও শিবচর পৌরসভা মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার লাইজু।
শিবচর উপজেলা মহিলা দলের সদস্য সচিব শিল্পী আক্তার নিলার সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার।
এর আগে পরিচিতি সভা উপলক্ষ্যে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শিবচর কলেজ মোড় এলাকা থেকে শুরু করে শহরের সড়ক ৭১ ও মেইন রোড প্রদক্ষিণ করে কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।
জানা যায়, গত ৫ জানুয়ারি শিবচর উপজেলা ও শিবচর পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ এ পরিচিতি সভা ঘোষণা করা হয়।
এ সময় বক্তারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পরিবার ও বিএনপির অবদান তুলে ধরেন ও ভবিষ্যতে নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
এ সময় শরিয়তপুর জেলা, মাদারীপুর জেলা, রাজৈর উপজেলা, শিবচর উপজেলা ও পৌরসভার মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এএস