চুনারুঘাটে ইসলামের আলোকে নারী শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার দেওরগাছ ইউনিয়নের ময়নাবাদ গ্রামে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাহানারা চৌধুরী উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখ্ত চৌধুরীর সভাপতিত্বে ও ইংরেজি শিক্ষক এহতেশামুল হক সোহাগের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন-সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন জাহানারা চৌধুরী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও ব্রিটেনের প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ী মামুনুর রশীদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ লিয়াকত হাসান, অধ্যক্ষ এনামুল হক চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি তপন চৌধুরী, সিলেট টিচার্স কলেজের সহযোগী অধ্যাপক সায়েম আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রশীদ চৌধুরী বরুন, চুনারুঘাট প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি কামরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির প্রধান শিক্ষক নুরুল হক, কাচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার আলম, অগ্রনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছালেহা খানম প্রমুখ।
কেকে/এএস