শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়ার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বীরগাঁও গ্রামের মাছুম আহমেদের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কবি আজমল আহমদ।
বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আজিজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির প্রমাণ ইতোমধ্যেই শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
কবি আজমল আহমদ বলেন, গত বছরের ১৭ সেপ্টেম্বর আমরা তার দুর্নীতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম। এরপর গঠিত তদন্ত কমিটি ৩০ ডিসেম্বর ৮৭ পৃষ্ঠার প্রতিবেদনে অভিযোগগুলোকে সত্য বলে উল্লেখ করেছে। একজন দুর্নীতিবাজ ব্যক্তি শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের যোগ্য নন। আমরা তার দ্রুত অপসারণ চাই।
সমাজকর্মী সলিব নূর বাচ্চু, মাছুম আহমদ জোসেফ এবং শিক্ষক মিজানুর রহমান মিজানও এই দাবির পক্ষে কথা বলেন। বক্তারা বলেন, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে আইনানুগ ও আন্দোলনের মাধ্যমে আমরা এই দাবি আদায়ে মাঠে নামতে বাধ্য হবো।
প্রধান শিক্ষক আজিজ মিয়া বলেন, এখনো তদন্ত চলছে। চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমার অধিকার অনুযায়ী আইনি পদক্ষেপ নেব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজকর্মী সুয়েব আহমদ, সিপাউর রহমান, কাউছার আহমেদ ভুট্টো, রায়েজ নূর প্রমুখ।
কেকে/এএম