যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুর বিরুদ্ধে পাঁজিয়া বাজারের মাছ ব্যবসায়ী ওজিয়ার বিশ্বাসের কাছ থেকে জোরপূর্বক ১৭ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ব্যবসায়ী ওজিয়ার বিশ্বাস এ বিষয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওজিয়ার বিশ্বাস অভিযোগে উল্লেখ করেছেন, তার আড়তে এলাকার ঘের মালিকরা মাছ বিক্রি করে থাকেন। ২০১৮ সালের অক্টোবর মাসে লাভলু তাকে লোক দিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। লাভলু দাবি করেন যে ঘের মালিক ডাক্তার নজরুলের কাছে তিনি ৩০ লাখ টাকা পাওনা আছেন এবং এই টাকা পরিশোধের জন্য অস্ত্রের মুখে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন।
অভিযোগে বলা হয়েছে, লাভলুর ভয়ে ডাক্তার নজরুল পালিয়ে গেলে ওজিয়ার বিশ্বাস তার নিজের জমি ও সম্পত্তি বিক্রি করতে বাধ্য হন। মাদারডাঙ্গা গ্রামের বিকাশ পালের কাছে জমি বিক্রি করে প্রথমে ৫ লাখ টাকা, শরিফুলের কাছে জমি বিক্রিতে ৪ লাখ টাকা এবং একটি ২ টনের পিকআপ বিক্রি করে ৮ লাখ টাকা লাভলুকে দিতে বাধ্য হন। এভাবে মোট ১৭ লাখ টাকা আদায় করা হয়।
ওজিয়ার বিশ্বাস জানান, আওয়ামী লীগের ক্ষমতা থাকায় তিনি তখন কোনো প্রতিকার চাইতে পারেননি। তিনি বিএনপি পরিবারের সদস্য হওয়ায় ভয়ভীতির মধ্যে ছিলেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর তিনি ন্যায়বিচার চাইতে থানায় অভিযোগ করেছেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে আবু সাঈদ লাভলুর মোবাইল নম্বর (০১৭১০৭০৭১৭২) বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কেকে/এএম