দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা, রক্ষা করে তাদের জয়রথ। চূড়ান্ত পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা প্রথমার্ধেই আধিপত্য বিস্তার করে, ৫২ মিনিটের মধ্যে তিন গোল করে তারা ম্যাচে দখল নিয়ে নেয়। প্রথম দুটি গোল করেন ক্লদিও এচেভেরি।
পরবর্তী সময়ে, ৬৯ মিনিটে আর্জেন্টিনা এগিয়ে ছিল ৪-১ ব্যবধানে। সেন্টার ফরোয়ার্ড মরিসিও কারিজ্জো শেষ দুটি গোল করেন। তবে উরুগুয়ে সহজে হাল ছাড়েনি এবং ২০ মিনিটের মধ্যে দুটি গোল পরিশোধ করে ম্যাচকে উত্তেজনাপূর্ণ করে তোলে। তবে, শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এদিনের অন্য ম্যাচে, ব্রাজিল কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে। একমাত্র গোলটি আসে পেদ্রো হেনরিকের কর্নার থেকে, যেখানে ডিফেন্ডার লাগো দা সিলভা হেড করে গোল করেন।
তবে, ম্যাচের শেষদিকে ব্রাজিলের রাইটব্যাক ইগর সেরোতে ফাউল করার পর লাল কার্ড দেখেন এবং মাঠ ছাড়েন। এর আগে, উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল ১০ জনের দল নিয়ে খেলেছিল এবং এবারও একই পরিস্থিতি তৈরি হয়।
কেকে/এএম