কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসলে কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের লক্ষ্যে দেশের প্রত্যেক ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালোড়া বাইগুনী বাজারে কৃষকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুর রহমান চন্দন বলেন, কৃষকদের জন্য শস্য বীমা চালু, সেচ ব্যবস্থার সংকট নিরসনে খাল খনন, কৃষকদের মাঝে সল্পমূল্যে বীজ ও সার বিতরণসহ ১৩টি উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের এগিয়ে নিতে এবং উন্নয়ন করতে যেসব উদ্যোগ গ্রহণ করা দরকার সেগুলোই বিএনপি করবে।
তিনি বলেন, স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাসহ তার দোসরদের দেশে নিয়ে এসে বিচার করতে হবে। দোসররা এখনো মাথাচারা দেওয়ার চেষ্টা করছে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, গরিব এবং প্রাকৃতিক দুর্যোগকবলিত কৃষকের কৃষি ঋণের সুদ মওকুফ করা হবে।
কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় আজ জয়পুরহাটের কালাইয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করেন।
জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরুল মওলা পলাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক মো.আব্দুল আলিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জিএম বাবলু, যুগ্ম আহ্বায়ক সুমির জালাল, উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুছ আলি, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, পুনট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহিনুর ইসলামসহ স্থানীয় বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ।
কেকে/এএম