২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। সম্প্রতি প্রকাশিত ওই তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। অন্যদিকে সবচেয়ে দুর্বল পাসপোর্ট নিয়ে তালিকার সবার নিচে আছে আফগানিস্তান।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভিসামুক্ত সুবিধা কিংবা আগাম ভিসা ছাড়া কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে কতটি দেশে ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই তালিকা করা হয়েছে। আর এ তালিকার ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেয়া হয়েছে।
২০২৫ সালের শক্তিশালী পাসপোর্ট সূচকে সবার শীর্ষে থাকা সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯৩টি দেশ ভ্রমণ করতে পারেন। পাশাপাশি দ্বিতীয় অবস্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
এছাড়া সূচকের তৃতীয় অবস্থানে যৌথভাবে সাতটি দেশ রয়েছে। দেশগুলো হলো- ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তবে এ বছর শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ চার ধাপ এগিয়ে ৯৩তম অবস্থানে রয়েছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত সূচকের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারী একজন ব্যক্তি ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন। তবে ২০২৩ সালে ৪০টি এবং গত বছরের শুরুর দিকে ৪২টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারতেন।
কেকে/এজে