যারা ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কেরানীগঞ্জের নরন্ডী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যুগে যুগে স্বৈরাচারের পতন হয়েছে, হাসিনারও তাই হয়েছে, আওয়ামী লীগের আমলে মানুষ ভোট দিতে পারেনি, তারা ৯০-এ বিএনপির নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যেমে অর্জিত স্বাধীনতা হরণ করে নিয়েছিল, হাজারো ছাত্র-জনতা তাদের রক্তের বিনিময়ে সে ভোটের ব্যবস্থা করে দিয়ে গেছে, তাই আগামীতে আপনারাই নেতা নির্বাচন করবেন।
স্কুলের প্রতিষ্ঠাতা জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহ-সভাপতি শামিম হাসান, বিএনপি নেতা মোহাম্মদ সাঈদসহ অনেকে।
কেকে/এএম