লালমাই উপজেলাধীন বাগমারা উত্তর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে মেহেরকুল দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহনে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারী) ৪টায় বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক (প্রস্তাবিত) মো. আসলাম মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক হুইপ আলহাজ্ব মনিরুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এদেশ আমাদের এদেশ আমাদেরকেই রক্ষা করতে হবে, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার আমার বন্ধু আমি সৈয়দপুর দৌলতপুর রাস্তাটি অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের নামে নামকরণ করব এবং বাগমারা উত্তর ইউনিয়ন অসমাপ্ত কাজ করে দিবো।’
কর্মী সম্মেলনে বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোসলেম উদ্দিন ও যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম জহির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির আহবায়ক (প্রস্তাবিত) মাসুদ করিম, সদস্য সচিব (প্রস্তাবিত) ইউসুফ আলী মীর পিন্টু।
একসময়ে আরো উপস্থিত ছিলেন বাগমারা দঃ ইউনিয়ন বিএনপির আহবায়ক (প্রস্তাবিত) মো. আবদুল খালেক, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মো. তারেক উল ইসলাম, সাবেক নির্যাতিত ছাত্রনেতা মো. মনির হোসেন ডালিম, আরাফাত মজুমদার শামীম, যুবদলের আহবায়ক (প্রস্তাবিত) মো. মোজাম্মেল হোসেন, সদস্য সচিব (প্রস্তাবিত) বিএইচ সোহেল, কৃষক দলের আহবায়ক (প্রস্তাবিত) মো. আনোয়ার উল্লাহ, সদস্য সচিব (প্রস্তাবিত) মো. হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক (প্রস্তাবিত) মো. আলী হোসেন সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
কেকে/ এমএস