ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের গ্রেফতারে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালাচ্ছে যৌথবাহিনী। এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সাড়াশি অভিযান শুরু হয়।
গত শুক্রবার০ (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার পর এই অভিযান শুরু হয়। হামলার ঘটনায় ২০ জন আহত হন, এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা সড়কে নেমে আলটিমেটাম দেয় এবং হামলাকারীদের শাস্তির দাবি করে।
এদিকে, শনিবার রাতে বিক্ষোভ থেকে ফিরে গুলি চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্বের হোসেনকে গুলি করা হয়।
কেকে/এআর