শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
গ্রামবাংলা
সাতক্ষীরার থাই আপেল কুলের বাম্পার ফলন
ইব্রাহিম খলিল, সাতক্ষীরা
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২০ পিএম  (ভিজিটর : ১১৬)
সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে কুল চাষ হচ্ছে

সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে কুল চাষ হচ্ছে

সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে কুল চাষ হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকায় এ জেলায় আপেল, বিলাতি, বলসুন্দরী, বাউকুল ও নারকেলকুলসহ বিভিন্ন প্রজাতির কুল উৎপাদন হচ্ছে। এখানকার উৎপাদিত কুল রাজধানী ও চট্টগ্রামসহ সারা দেশে চাহিদা রয়েছে। বিশেষ করে আপেল কুলের চাহিদাটা ব্যাপক।

জেলা কৃষি বিভাগ বলছে ১৬০ থেকে ১৬৫ কোটি টাকার কুলের বাজার রয়েছে সাতক্ষীরায়। প্রতিবছর বাড়ছে কুল চাষের আবাদ।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  মো. সাইফুল ইসলাম বলেন, বাণিজ্যিকভাবে কুল চাষে সাতক্ষীরার অর্থনীতিকে সমৃদ্ধ করছে। প্রতিবছরই আবাদ বাড়ছে।

চলতি মৌসুমে জেলায় ৮৪১ হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে। এর মধ্যে কলারোয়া উপজেলায় ৪৭০ হেক্টর, তালায় ১৬৫ হেক্টর, সদরে ১১২ হেক্টর, কালীগঞ্জে ৪৫ হেক্টর, শ্যামনগরে ২৫ হেক্টর, আশাশুনিতে ২০ হেক্টর এবং দেবহাটায় ৪ হেক্টর। যা গেল মৌসুমে তুলনায় ৬০ হেক্টর পরিমাণ বেড়েছে। গেল বছর জেলায় ৭৮০ হেক্টর জমিতে ফসলটি চাষ হয়েছিল। তিনি বলেন, সাতক্ষীরার মাটি ও আবহাওয়া কুল চাষের জন্য খুবই উপযোগী।

বিশেষ করে বেলে দো-আশ মাটি এ ফসলটি বেশ ভালো হয়। তিনি বলেন, বাগানের পাশাপাশি মাছের ঘেরের বেড়িবাঁধেও বিভিন্ন প্রকার কুল চাষ হচ্ছে এ জেলায়।

জেলার কলরোয়া উপজেলার কোমরপুর গ্রামের কুল চাষি জহুরুল ইসলাম লাল্টু জানান, চলতি মৌসুমে ১১ বিঘা পরিমাণ জমির বাগানে কুল চাষ করেছেন।

আপেল, বলসুন্দরী ও বাউকুল প্রজাতের কুল চাষ করেন তিনি। কুল বাগান সেচ, পরিচর্যা, সার-কীটনাশক ও শ্রমিকের মজুরি দিয়ে এ পর্যন্ত ২ লাখ ১০ হাজার টাকা খরচ হয়েছে তার। কৃষক জহুরুল ইসলাম জানান, গেল দুই সপ্তাহ আগে স্থানীয় ব্যাপারীর কাছে ১০ লাখ ৫০ হাজার টাকায় তার কুল বাগান বিক্রি করেছেন। এতে তার প্রায় সাড়ে আট লাখ টাকা লাভ হয়েছে। গত মৌসুমে একই পরিমাণ জমিতে কুল চাষ ৭ লাখ টাকার ওপরে লাভ হয়। কৃষক জহুরুল ইসলাম বলেন, শিক্ষকতার পাশাপাশি গত ৯/১০ বছর যাবৎ তার নিজস্ব জমিতে কুল চাষ করেন। তিনি বলেন, মাত্র চার থেকে সাড়ে চার মাসের ফফল হিসেবে কুল চাষ খুবই লাভজনক। তার গ্রামের বহু কৃষকই এখন কুল চাষে আগ্রহী হচ্ছেন।

জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের কুল চাষি পাঞ্জাব আলী বিশ্বাস জানান, ১০ থেকে ১২ বছর যাবৎ কুল চাষ করছেন। চলতি মৌসুমে ৪ বিঘা পরিমাণ জমির বাগানে নারকেল কুল, থাই আপেল কুল, বলসুন্দরী, টক কুল চাষ করেছেন। এ বছর প্রতিটি গাছে কুলের ফলন ভালো হয়েছে বলে জানান তিনি।

 বিঘাতে ১০০ থেকে ১২০ মন পর্যন্ত উৎপাদন হবে বলে আশা করছেন এই কৃষক। তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ৪ লাখ টাকার কুল বিক্রি করেছেন তার বাগান থেকে। প্রতিদিন ব্যাপারীরা তার বাগান থেকে কুল নিয়ে যাচ্ছে পাইকারিতে। ১৪০ থেকে ১৪৫ টাকা দরে বিক্রি করছেন বলে জানান তিনি। 

কৃষক পাঞ্জাব আলী জানান, বাগানে এখনো পর্যন্ত যে পরিমাণ কুল দেখা যাচ্ছে তাতে আরো অন্তত ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা বিক্রি হতে পারে বলে আশা করছেন। এতে সব ধরনের খরচ তুলেও অন্তত ৬ থেকে ৭ লাখ টাকা আয় হবে বলে জানান তিনি।

সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের ফল বিক্রি আড়তদার মতিয়ার রহমান জানান, তার আড়তে প্রতিদিন প্রচুর পরিমাণ বিভিন্ন প্রকার কুল কেনাবেচা হচ্ছে। এর মধ্যে থাই আপেল, বলসুন্দরী, মিষ্টি বিলাতি ও বাউকুল উল্লেখযোগ্য।

 ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন পাইকাররা তার আড়ত থেকে কুল নিয়ে যাচ্ছে। বর্তমান প্রতি মণ কুল পাইকারি বিক্রি হচ্ছে সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা দরে।


কেকে/এএস

 



   






মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের পরও বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয়
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
জমি সংক্রান্ত বিরোধে চিত্র নায়িকা দিতির বাড়িতে হামলা, আহত-২

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
কাপাসিয়ায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝