বুধবার, ২৩ এপ্রিল ২০২৫,
১০ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: নতুন বন্দোবস্তের নামে পুরোনো পথেই এনসিপি      ন্যায়বিচার কত দূর      বিএনপি রাজনীতিকদের হত্যার ঘটনা বাড়ছে      জম্মু-কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত      ইনসাফের আকাঙ্ক্ষা থেকেই চব্বিশের লড়াই: ব্যারিস্টার ফুয়াদ      স্বর্ণের দাম ইতিহাসে রেকর্ড      সংঘর্ষ উত্তেজনার পর দুই দিন বন্ধ সিটি কলেজ      
রাজনীতি
বিএনপি ক্ষমতায় গেলে দেশকে সমৃদ্ধশালী করা হবে: আহমেদ আজম খান
হাবিবুর রহমান হাবিব,মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৪ পিএম আপডেট: ০৯.০২.২০২৫ ৪:২৭ পিএম  (ভিজিটর : ১২৪)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা এদেশের জনগণের সামনে তুলে ধরেছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের এই সংস্কার কর্মসূচি বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যে রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সব সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে এদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে ধনবাড়ী উপজেলা বিএনপি আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার জানিয়েছেন সংস্কার শেষ করে এ বছরের শেষে জাতীয় নির্বাচন দেওয়া হবে। এখন আবার কেউ কেউ কোনো দলের দুয়েক নেতা সংস্কার শেষ না করে নির্বাচন দেওয়া যাবে না বলেছেন। যারা একথা বলে তারা নির্বাচনকে ভয় পায়। বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যে বর্তমান সরকার ড. মুহাম্মদ ইউনূসের সংস্কারের কিছু কর্মসূচি রয়েছে। বিএনপির ৩১ দফা কর্মসূচির বাইরে আরো অনেক কর্মসূচি রয়েছে। 

এ বছরের শেষে নির্বাচন দিতে কোনো ধরনের সমস্যা নেই কারণ বর্তমান সরকার ড. মুহাম্মদ ইউনূসের পাশে বিএনপিসহ দেশের জনগণ রয়েছে। তাই এই বছরের শেষে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের মধ্যমে দেশে সংস্কার করে এদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে পারবে।

সমাবেশের প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন তিনি তার বক্তব্যে বলেন, বিগত ভোটবিহীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। 

শুধু তাই নয় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যমে এদেশ থেকে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। সেই সঙ্গে ভোটবিহীন সরকার হাসিনা দেশে থেকে পালিয়েছে। তবে এ দেশে এখনো কিছু সেই ফ্যাসিস্ট আওয়ামী প্রেতাত্মারা রয়ে গেছে। তাই তিনি বিএনপিসহ এদেশের সব জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে বলেন।

তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারসহ আহতদের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তাদের সার্বিকভাবে সহযোগিতা করছি ও পাশে রয়েছি। তারাসহ এদেশের জনগণের পাশেও বিএনপি রয়েছে আগামী নির্বাচনে সবাইকে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরকার গঠন করার আহ্বান জানান।

ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপির সঞ্চালনায় সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, মধুপুর পৌর বিএনপির সহসভাপতি খন্দকার আনোয়ারা পারভীন লিলিসহ অন্য অতিথিবৃন্দ।  

সমাবেশে মধুপুর ও ধনবাড়ী দুই উপজেলা. পৌর বিএনপিসহ প্রত্যেক ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির সব সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এএস









মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নতুন বন্দোবস্তের নামে পুরোনো পথেই এনসিপি
ন্যায়বিচার কত দূর
বিএনপি রাজনীতিকদের হত্যার ঘটনা বাড়ছে
সুন্দরগঞ্জে বিএনপির হামলায় বাদশা মিয়ার মৃত্যু, বিচারের দাবিতে বিক্ষোভ
বেরোবিতে ভর্তি জালিয়াতির অভিযোগে এক যুবক আটক

সর্বাধিক পঠিত

খাদ্যে বিষক্রিয়ায় পাঁচ বছরের শিশু অসুস্থ, আটক ১
নিজেই দোসর হয়ে এসিল্যান্ডকে বলেন ফ্যাসিবাদের দোসর
কিশোরগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার দুই
ফুলবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হবে: ইসলামী আন্দোলন

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close