টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশ অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই শরিফুল ইসলাম, এসআই মামুন ও এসআই রুবেল। তাদের সঙ্গে সঙ্গীয় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ঘাটান্দি গ্রামের মিনহাজের ছেলে রুবেল (৩৫), হবিবুরের ছেলে মনজুরুল (৪৩), কাগমারিপাড়া গ্রামের ইকিন আলীর ছেলে মানিক (৩৮), নুরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া (২৫), গোবিন্দাসীর কান্চুর ছেলে লতিফ (৪৫), কুকাদাইরের মৃত সোলাইমানের ছেলে আল-আমিন (৪২), বরকতপুরের মকবুলের ছেলে শিপন (২৪), কুঠিবয়রা গ্রামের মৃত ইয়াকুবের ছেলে মামুন সরকার (৪৫), ডিগ্রীর চরের মৃত আজগরের ছেলে শহিদুল (৩৫), গোপালপুরের জয়নগরের আবুল মেম্বারের ছেলে গোলাপ (৪৫) এবং জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কেকে/এএম