ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শর্ট পিচ ক্রিকেট গ্রাউন্ড (SPCG) টুর্নামেন্টের পঞ্চম আসরের পর্দা উঠলো।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাঁকজমক সাজসজ্জা ও ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রস্ততি সম্পূর্ণ করেছে খেলা পরিচালনা কমিটি। বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় এটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ব্যয়বহুল টুর্নামেন্ট। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ‘ক্লেমন’। বিগত বছরের ন্যায় ঘড়ি ডিটারজেন্ট এর পক্ষ থেকে এবছরও থাকবে দর্শকদের জন্য আকর্ষণীয় উপহার।
আগামীকাল শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৩টায় মাঠে বল গড়ানোর মাধ্যমে শুরু হবে এই টুর্নামেন্ট। ফাইনাল হবে মধ্য রাতে। খেলায় অংশগ্রহণ করা ছয়টি দল সাম্যবাদী স্ট্রাইকার্স, অগ্নি-বীণা এভেঞ্জার্স,
বাধনহারা ব্লাস্টার্স, ধুমকেতু ড্রীমার্স, চক্রবাক চ্যালেঞ্জার্স ও বিদ্রোহী ব্লেজার।
সাবেক শিক্ষার্থী অমিত হাছান রনি বলেন, ‘খেলাকে কেন্দ্র করে ক্যাম্পাস জীবনের বন্ধুদের মিলনমেলা এবং বর্তমান শিক্ষার্থীদের সাথে প্রাক্তনদের সম্পর্ক আমাদের অ্যালামনাইনে মজবুত ভিত তৈরি করে।’
টুর্নামেন্ট নিয়ে আরেক সাবেক শিক্ষার্থী হায়দার আলী খাঁন বলেন, ‘সাবেক শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসা খুবই রোমাঞ্চকর, SPCG কমিউনিটি এই সুযোগ করে দেয়। সিনিয়র জুনিয়র সবার সাথে ভালো একটি সময় কাটে। আসা করি এবারও অনেক ভালো একটি সময় উপভোগ করবো।’
কেকে/এজে