খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় বিআরটিসি বাস ও একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শান্তি পরিবহনের চালক দলিলুর রহমান জানান, খাগড়াছড়িগামী যাত্রীবাহী বিআরটিসি বাসটি পাহাড় বেয়ে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি কভার্ড ভ্যান পাহাড় নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়।
এতে কভার্ড ভ্যানের চালকসহ মোট ৪ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় যানবাহনের গতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
কেকে/এএম