অসহায় ও দুঃস্থ পরিবারকে স্বাবলম্বী করতে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে ‘বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০’ এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। ‘সূচনা’ প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে ২১টি পরিবারকে উপহার হিসেবে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ১৪টি পরিবারকে একটি করে ছাগল, একজনকে ভ্যানগাড়ি, ৪ জনকে স্টলসহ মুদি দোকান, একজনকে অটোরিকশার ৫টি ব্যাটারি এবং একজন নারীকে টেইলার্সের কাপড় প্রদান করা হয়।
বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সভাপতি কবির হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. রুহুল কুদ্দুস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. মুজাম্মেল হক, হাফিজ আহমেদ, জয়নাল আবেদিন, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল্লাহ, এবং সহকারী শিক্ষক মহসিন কবিরসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
কেকে/এএম