টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্জিনা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক লাল মিয়া (৪৫) ও প্রাইভেট কারের যাত্রীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথের পাড়া আয়নালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা বেগম সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের অজিনাথপুর গ্রামের বাসিন্দা।
ভ্যানচালক লাল মিয়ার ভাই হারুনুর রশিদ জানিয়েছেন, মর্জিনা বেগম আত্মীয় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে লাল মিয়ার ভ্যানে উঠেছিলেন।
গ্রাম পুলিশ নিশির বরাত দিয়ে জানা যায়, জামালপুর থেকে আসা একটি প্রাইভেট কার নাথের পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের উদ্ধার করে জামালপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়। ভ্যানচালক লাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তবে প্রাইভেট কারে থাকা অন্যান্য যাত্রীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেকে/এএম