চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান জানান, গতকাল শনিবারও শ্রীমঙ্গলে একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। মাঘ মাসের শেষ সপ্তাহে এমন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় সাধারণ মানুষ, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্রমজীবী মানুষদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
শ্রীমঙ্গলের শহর ও আশপাশের এলাকায় প্রচণ্ড ঠান্ডার কারণে সন্ধ্যার পর থেকে হিমেল বাতাস বইছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ।
চা-বাগানগুলোতে শীত উপেক্ষা করে শ্রমিকদের সকালে কাজে নামতে দেখা গেলেও প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশার কারণে তাদের কাজের গতি কমে গেছে। হাইল হাওরসংলগ্ন এলাকায় বোরো ধান আবাদেও কৃষকরা শীতের কারণে সমস্যার মুখে পড়ছেন।
আবহাওয়া কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, আগামী দুই দিন শৈত্যপ্রবাহ থাকতে পারে। তবে এরপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে আশা করা হচ্ছে।
কেকে/এএম