অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণা করে একটি চক্র প্রবাসীদের ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ দীর্ঘদিনের। এ অভিযোগে পুলিশ তৎপর হয়ে উঠে। নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।
থানা সূত্র জানায়- কিশোরগঞ্জ উপজেলার নিতাই ও বাহাগিলী ইউনিয়নে থাই জুয়া ও ভিসা প্রতারণার চক্র প্রবাসীদের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের ফাঁদে পা দিয়ে প্রবাসীরা নিঃস্ব হয়ে পড়ছে। চক্রের সদস্যরা ডিজিটাল জুয়ার কার্যক্রম চালিয়ে রাতারাতি অর্থবান হচ্ছে। এ অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে।
ফলে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহাগিলী ইউনিয়নে অভিযান চালিয়ে থাই জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি সরকারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র শামসুজ্জামান(২৭), একই ইউনিয়নের দুরাকুটি পাগলাটারী গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোরছালিন ইসলাম(১৮), একই ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের ওমর গনির পুত্র রাকিব (২৩) ও নিতাই ইউনিয়নের বাড়ীমধুপুর ফুলবাড়ি গ্রামের আবু হামজার পুত্র হাসু ইসলাম(২৫)। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- এদের মধ্যে একজনকে আগেও গ্রেফতার করা হয়েছিল। তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। থাই জুয়া ও ভিসা প্রতারকদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলেও এ পুলিশ কর্মকর্তা জানান।
কেকে/এজে