নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় নিহত তিন পরিবারকে ১৫ লাখ টাকার প্রদান করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিআরটিএর উদ্যোগে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ওই চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন।
এসময় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান জানান, বিআরটিএর উদ্যোগে সড়ক দূর্ঘটনায় নিহত মামুন আলী, জাহানুর ইসলাম ও রাবেয়া বেগমের পরিবারকে পাঁচ লাখ করে মোট ১৫লাখ টাকার চেক প্রদান করা হয়।
কেকে/ এমএস