মানিকগঞ্জের সিঙ্গাইরে অবৈধভাবে পরিচালিত আটটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে বলধরা ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদফতরের সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মানিকগঞ্জ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে র্যাব-৪, জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন।
পরিবেশ অধিদফতরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স আলী আকবর ব্রিকস-১, ২, ৫ ও ৬, মেসার্স সফুর ব্রিকস, আকমান ব্রিকস, মেসার্স আওয়াল ব্রিকস-১ এবং মেসার্স আওয়াল ব্রিকস-৩-এর বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ১৬ লাখ টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কেকে/এএম