মিরসরাইয়ের তালবাড়িয়া ওয়ার্লেস এলাকার কৃষকরা স্থানীয় যুবদল নেতা রিয়াদ হোসেনের সহায়তায় চাষের জন্য প্রয়োজনীয় পানি পেয়েছেন।
মিরসরাইয়ের মহামায়া সেচ প্রকল্পের পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল তালবাড়িয়া ওয়ার্লেস এলাকার স্থানীয়দের বিরুদ্ধে খালের মধ্যে বাঁধ দিয়ে পানি আটকে রাখার কারণে। এর ফলে মিরসরাই পৌর এলাকার ৫০০ থেকে ৬০০ একর কৃষি জমিতে ধান চাষ ব্যাহত হচ্ছিল।
এ পরিস্থিতিতে স্থানীয় যুবদল নেতা রিয়াদ হোসেন কৃষকদের সমস্যার সমাধানের জন্য উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। রিয়াদ হোসেনের সহায়তায় উজানের বাঁধ কেটে পানি প্রবাহ স্বাভাবিক করে দেওয়া হয়।
যুবদল নেতা রিয়াদ হোসেন বলেন, আড়াইশ কৃষক পানির অভাবে বোরো ধান চাষ করতে পারছিলেন না। আমি স্থানীয় নেতা জাহিদ ভাইয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এই সমস্যা সমাধান করেছি। এখন কৃষকরা সহজেই বোরো চাষ করতে পারবেন।
মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, এ ধরনের ঘটনা শুষ্ক মৌসুমে প্রায়ই ঘটে, তবে সমস্যা সমাধান করে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়েছে।
কেকে/এএম