বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের কোন সমস্যা থাকবে না, বারো মাস কৃষকের মুখে হাসি থাকবে। স্বাধীনতার পর যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করে নাই। তারা বাংলাদেশের মানুষকে হতাশ করেছে। শহিদ জিয়া ২ বছরের মাথায় বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র স্থাপন, শস্য বীমা চালু, খালখনন কর্মসূচী পূনঃপ্রবর্তনসহ নানা কর্মসূচী গ্রহণ করা হবে।
সমাবেশে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক কেএম মামুনুর অর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. এমএ মান্নান, কুমিল্লা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, জেলা কৃষক দলের আহবায়ক আবু শামিম মো. আরিফ, সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
কেকে / এমএস