গাইবান্ধার সাঘাটা উপজেলায় যৌথবাহিনীর অভিযান ডেভিল হান্ট পরিচালনা করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সাঘাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, যৌথবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে সাঘাটা বাজার এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নেতা সাইফুল ইসলাম সাঘাটা গ্রামের কোরবান আলীর ছেলে।
সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/ এমএস