মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজার সংলগ্ন রাধা-কৃষ্ণ মন্দিরের গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ভবেরচর বাজার সংলগ্ন শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দিরের গ্রিল কেটে প্রায় ৬ ভরি রুপার গহনা, সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা নিয়ে যায়।
চুরির ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি কালাচাঁদ সাহা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত কোনো এক সময়ে চোরেরা মন্দিরে প্রবেশ করে। তারা মূর্তির গায়ে থাকা আনুমানিক সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার, কৃষ্ণের হাতের স্বর্ণের প্রলেপ দেওয়া রুপার বাঁশি এবং প্রণামির নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, মন্দিরের পুরোহিত মানিক চক্রবর্তী ছুটিতে ছিলেন। শনিবার রাত ১২টা পর্যন্ত সবকিছু ঠিক ছিল, তবে রোববার সকালে মন্দিরে এসে তারা চুরির ঘটনা দেখতে পান। যারা এই চুরি করেছে, তারা সম্ভবত জানত পুরোহিত মন্দিরে নেই।
গজারিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তী ঘটনাটি জানিয়ে বলেন, মন্দিরে সিসিটিভি ক্যামেরা ছিল না। আমি এ ঘটনার নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করার দাবি জানাচ্ছি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, আমরা এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি, আশা করছি অপরাধীরা দ্রুত গ্রেফতার হবে।
কেকে/এএম