বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘বিল্ড এ মার্কেটার: এমপাওয়ারিং ফিউচার লিডার্স ইন মার্কেটিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বেসরকারি খাতের অভিজ্ঞ বক্তারা তাদের অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শুরু হওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা তাদের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা আলোচনা করার পাশাপাশি বর্তমান বাজারের চাহিদা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।
সেমিনারে ডিজিটাল মার্কেটিং, রিয়েল এস্টেট, ফিল্ম প্রোডাকশন, ফ্যাশন, স্বাস্থ্যসেবা, এবং উদ্যোক্তা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অর্জিত বাস্তব অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রান্সফর্মবিডি-এর সিইও ফাহিম রহমান কনিক, বিএফসি-এর সিওও নাসির আহমেদ, রূপায়ন গ্রুপের হেড অব মার্কেটিং ইসলাম তারেক, সিনেমাটাইজ পিকচার্স-এর পরিচালক ফখরুল আমান ফয়সল, ফ্যাশন ব্র্যান্ড আলজীনা-এর প্রতিষ্ঠাতা মো. শাকিল বাসার এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস-এর বি টু বি গ্রোথ লিড নামাহ আল রাব্বি।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী শিক্ষার্থীদের এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব জগতের চ্যালেঞ্জ ও সুযোগ সম্পর্কে ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একাডেমিক শিক্ষার সাথে পেশাগত দক্ষতার সেতুবন্ধন তৈরি করবে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যারিয়ার প্রস্তুতি, নেটওয়ার্কিংয়ের গুরুত্ব এবং পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নতির কৌশলগুলো শিখতে পারবে। এই শিক্ষা কর্মক্ষেত্রের জটিলতা সামলাতে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও ট্রান্সফর্ম বিডির সহযোগিতায় আয়োজিত সেমিনার বিষয়ে ক্লাবের সভাপতি খুরশিদুল আলম শান্ত জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য এমন সেমিনার ভবিষ্যতেও আয়োজন করা হবে। এতে করে তারা তাদের ক্যারিয়ার ও বর্তমান বিজনেস ট্রেন্ড সম্পর্কে আরও ভালোভাবে ধারণা লাভ করতে পারবে।
কেকে/এএম