শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প      মুসলিম উম্মাহ’র শান্তি কামনার মধ্য দিয়ে চরমোনাই মাহফিল সমাপ্ত      সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৪৪ ধারা জারি       ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাওয়া ছাত্ররাই এখন রাজনীতিতে      
রাজনীতি
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান কোনো একক সংগঠনের কৃতিত্ব নয়: জুয়েল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৭ পিএম আপডেট: ১০.০২.২০২৫ ১২:৫৫ পিএম  (ভিজিটর : ৬৮)
যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। ছবি: প্রতিনিধি

যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। ছবি: প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান কোনো একক সংগঠনের কৃতিত্ব নয়, এ অভ্যুত্থান বাংলাদেশের আপামর জনগণের অংশগ্রহণে সফল হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রামপুরা থানার অন্তর্গত  ২৩ নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জুয়েল বলেন, বিগত ১৭ বছর ধরে বাংলাদেশ এর মুক্তিকামী জনতা ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গিয়েছে এবং অবশেষে ৫  আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এর মাধ্যমে শেখ হাসিনা গদি ছেড়ে পালিয়ে গিয়েছে। এই আন্দোলনের রূপকার এবং মাস্টারমাইন্ড একমাত্র তারেক রহমান। 

তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের সফল হতে দেওয়া যাবে না। 

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের এখন পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছি। আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে একটা সফল ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের মালিক এই দেশের জনগণ, জনগণই ঠিক করবে তাদের প্রতিনিধি কারা হবে এবং একমাত্র জনগণের ভোটাধিকার এর মাধ্যমেই এইটা সম্ভব। 

জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের জন্য প্রয়োজনীয় সংস্কার করার অধিকার রাখে। তিনি অন্তর্বর্তীকালীন সরকার কে অতিদ্রুত নির্বাচন এর রোডম্যাপ ঘোষণা করার আহবান জানান তিনি । 

শরীফ উদ্দিন জুয়েল বলেন, যুবদলে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় নেই, কখনো দেওয়াও হবে না। তিনি বলেন যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, রাজপথে ছিলো, হামলা-মামলা এর শিকার হয়েছে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারাই যুবদলের প্রকৃত কর্মী। একমাত্র তারাই ভবিষ্যতে যুবদলের নেতৃত্বে আসার যোগ্যতা রাখবে। আন্দোলনের সময় যারা নেতৃত্বে ছিলো তারা চাদাবাজী, দখল বাজীতে জড়িত না। যারা ঘাপটি মেরে ছিল, যারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে চলেছে তারাই চাদাবাজী, দখলবাজী তে জড়িত। জুয়েল তার বক্তব্যে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি যুবদলের নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। 

তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যাদের কারণে জনদুর্ভোগ এর সৃষ্টি হয়  কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, সে যতো ত্যাগী নেতাই হোক।  

২৩নং ওয়ার্ড যুবদল এর আহবায়ক রতন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব নাঈম ইসলাম নান্নুর সঞ্চালনায়  সভায় প্রধান অতিথি  হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এম এ কাইয়ুম , বিশেষ অতিথি হিসেবে যোগ দেন যুগ্ম আহবায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, তানভীর আহমেদ ইকরাম, শামীম আহমেদ,  শামীম আহমদ, জুলহাস আহমেদ প্রমুখ ।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ছাত্র-জনতা   গণঅভ্যুত্থান   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত
টঙ্গীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
ভ্যানচালকের জমিতে কোটিপতির আধিপত্য বিস্তার
জবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
আধিপত্য বিস্তারে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫০

সর্বাধিক পঠিত

ভূঞাপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
দেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল
গঙ্গাচড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মিস্টার গ্রেফতার
ধামরাইয়ে স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে হত্যা

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝