বুধবার, ৫ মার্চ ২০২৫,
২১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ৫ মার্চ ২০২৫
শিরোনাম: ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি চলছে: সিইসি      স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল      শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার      উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ      উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন ড. এম আমিনুল ইসলাম      ভারত সীমান্তে নজরদারি ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ      ভারতের কারাগারে আটক ১০৬৭ বাংলাদেশির তালিকা পাওয়া গেছে      
গ্রামবাংলা
নেট দিয়ে হাওরের মাছ আটকে রাখা অন্যায়: উপদেষ্টা ফরিদা আক্তার
মো. এহসানুল হক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০২ পিএম  (ভিজিটর : ১৩৮)
বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম পরিদর্শনে উপদেষ্টা ফরিদা আক্তার। ছবি: প্রতিনিধি

বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম পরিদর্শনে উপদেষ্টা ফরিদা আক্তার। ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন বর্ষায় বিলের আশেপাশে নেট দিয়ে ঘিরে ফেলা হয়। নেট দিয়ে হাওরের মাছ আটকে রাখা অন্যায়। 

রোববার (৯ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রাশাসক (রাজস্ব) শাহিনা আক্তারের সভাপতিত্বে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, মাছ একটা অবলা প্রাণী। ওরা এসে মিছিল করবে না। তাদের দাবিদাওয়া জানাবে না। বর্ষায় নেট দিয়ে হাওরের মাছ আটকে রাখা অন্যায়। মাছ স্বাভাবিক পরিবেশে চলাচল করতে না পারলে প্রজনন ব্যাহত হবে, যা দীর্ঘমেয়াদে মৎস্য সম্পদের ক্ষতি করবে। এছাড়া, বাইক্কা বিলে পর্যটকদের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। মাছ ও পাখির নিরাপত্তার জন্য পর্যটন নিষিদ্ধ করা যেতে পারে।

মতবিনিময় সভা শেষে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন উপদেষ্টা ফরিদা আক্তার। 

মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুর রউফ, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হবীর, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুবিধাভোগীদের মধ্যে প্রভা রাণী, মনহর বিশ্বাস, আলেক মিয়া, সাহেলা বেগম, নোমান আহমেদ, ইয়াছিন আলী, মিন্নত আলী, আলজাফরি জসিম, মোদ্দত আলী বক্তব্য রাখেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার আরো বলেন, বাইক্কা বিলে পলিথিনসহ নানা বর্জ্য দূষণের জন্যও দায়ী দর্শনার্থীরা, যা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। হাওরের পাখি শিকার বন্ধ করতে হবে। এটি নির্মম ও অমানবিক কাজ, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। 

দেশীয় মাছ সংরক্ষণে গুরুত্ব দিয়ে উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রাকৃতিক মাছের উৎপাদন কমে যাচ্ছে, যা রোধ করতে অভয়াশ্রম তৈরি ও সংরক্ষণ জরুরি। আমরা শুধু ফিসারিজের ওপর নির্ভর না করে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং স্থানীয়ভাবে আরও উদ্যোগ নেওয়া দরকার। তিনি আরও বলেন, অভয়াশ্রম তৈরির পাশাপাশি সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  হাওরের মাছ   আটকে রাখা   উপদেষ্টা ফরিদা আক্তার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আলীকদমে শিশুসহ ২০ জন রোহিঙ্গা আটক
দৈনিক ১ কোটি রুপিতে দক্ষিণী সিনেমায় অভিষেক ওয়ার্নারের
মাতামুহুরী নদীর চর থেকে কিশোরের লাশ উদ্ধার
শ্রীমঙ্গলে কমেনি ফলের দাম, ক্রেতাদের অস্বস্তি
শরীয়তপুরের নড়িয়ায় ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

সর্বাধিক পঠিত

মালদ্বীপ থেকে এলো রেমিটেন্সযোদ্ধা সাব্বিরের মরদেহ
আদিতমারীতে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ১
মতলব টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফারুক, সদস্য সচিব সুমন
ঘুমপরীর জন্য প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা পারভেজ সুমন
ঈশ্বরগঞ্জ সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝