প্রেমের সপ্তাহের চতুর্থ দিন আজ। তবে আজকের দিনটা বাকি দিনগুলোর থেকে একটু আলাদা। সমগ্র বিশ্বে দিবসটি স্বীকৃত ‘টেডি ডে’ হিসেবে।
আজ (১০ ফেব্রুয়ারি) প্রিয়জনকে নরম ও মিষ্টি টেডি উপহার দেওয়ার দিন।
সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠা ‘টেডি ডে’ এর ইতিহাস এখনো অজানা। কথিত আছে, মার্কিন প্রেসিডেন্ট থিওডোর ‘টেডি’ রুজভেল্টের নামে টেডি ডে এর নামকরণ করা হয়েছে। ১৯০২ সালের নভেম্বর মাসে মিসিসিপিতে শিকারে বেরিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট। মিসিসিপি ও লুসিয়ানিয়ার সীমান্ত সমস্যা নিয়ে তখন জর্জরিত তিনি। অনেকক্ষণ খুঁজেও সে দিন ভাল শিকার পাননি রুজভেল্ট।
এমন পরিস্থিতিতে প্রেসিডেন্টকে খুশি করতে তাঁর সঙ্গী-সাথীরা ধরে আনেন এক লুসিয়ানিয়া কালো ভল্লুক ছানা। কিন্তু গাছের গুঁড়িতে বেঁধে রাখা ভাল্লুক ছানার উপর গুলি চালাতে মন চায়নি রুজভেল্টের। ছোট্ট ছানাটিকে ছেড়ে দেন তিনি। এরপর থেকেই ছোট ভাল্লুক ছানার আদলে তৈরি পুতুলকে টেডি বিয়ার বলা হয় এবং দিনটিকে পালন করা হয় ‘টেডি ডে’ হিসেবে।
ছোট্ট ভাল্লুক ছানার ওপর থিওডোর ‘টেডি’ রুজভেল্টের স্নেহের কারণে টেডি বিয়ারকে স্নেহের প্রতীকও বলা হয়। তবে অনেকে আবার মনে করেন রং ভেদে টেডির আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী লাল টেডি আবেগ এবং ভালবাসার প্রতিনিধিত্ব করে। প্রিয় মানুষের প্রতি আবেগ বোঝাতে এই রংয়ের টেডি উপহার দেয়া হয়।
নীল টেডি গভীরতা, শক্তি, প্রজ্ঞা এবং প্রতিশ্রুতি বোঝায়। এটি বোঝায়, আপনার ভালবাসা সত্যিই শক্তিশালী এবং আপনি আপনার সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আর গোলাপি টেডি ভালোবাসার প্রস্তাবের সম্মতি বোঝায়।
অপরদিকে সবুজ টেডি প্রিয়জনের সঙ্গে গভীর সংযোগ ও তাদের জন্য অপেক্ষা করার ইচ্ছার প্রতীক এবং কমলা টেডি সুখ, আশা এবং আলোর প্রতীক। যদি আপনাকে একটি কমলা টেডি দেওয়া হয় তাহলে আপনার সম্পর্কে আশার আলো অনেক বেশি।
সাধারণত প্রতিবছরই এই দিনে দম্পতি এবং তরুণরা তাদের প্রিয়জনকে টেডি বিয়ার উপহার দিয়ে ভালোবাসার সপ্তাহকে আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করে। শুধুমাত্র বাক্যালাপেই নয় টেডির রংয়েও তারা বুঝিয়ে দেন প্রিয় মানুষকে নিয়ে তাদের আবেগ অনুভূতি।
কেকে/এআর